কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য ।দীর্ঘদিন ধরে হৃদরোগ সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি ।এরপর গতরাতে আসে তাঁর মৃত্যুর সংবাদ ।পিলু ভট্টাচার্যের প্রয়াণে সঙ্গীত মহলের একাধিক শিল্পী সোশ্যাল মিডিয়ায় নিজের শোক জ্ঞাপন করেছেন ।
পিলু ভট্টাচার্য শুধু যে একজন সঙ্গীত শিল্পী ছিলেন তা নয় , বাংলার রাজনৈতিক মহলেও তাঁর যোগাযোগ বেশ প্রগাঢ় ছিল ।এহেন এক ব্যক্তিত্ব কে হারিয়ে রীতিমতো শোকস্তব্ধ বাংলার বিভিন্ন মহল ।বহুদিন ধরেই বুকে ব্যথা নিয়ে অসুস্থ ছিলেন তিনি ।রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এই শিল্পী গতকাল রাতে বুকে ব্যথা অনুভব করেন ।তাঁকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।এর আগে হৃদযন্ত্র জনিত সমস্যায় বহুদিন ধরেই ভুগছিলেন তিনি ।এরপর সেই সমস্যা নিয়ে হাসপাতালে থেকে চিকিৎসা ও করান ।তারপর হাসপাতাল থেকে বাড়িও ফেরেন ।তবে তারপর ও সমস্যা রয়ে গিয়েছিল ।
একটা সময় তিনি সুভাষ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ।বিভিন্ন বাম সভায় পিলু ভট্টাচার্য কে গান গাইতে দেখা যেত। প্যারডি গানের হাত ধরে জনপ্রিয়তা অর্জন করতে থাকেন তিনি ।পরবর্তী সময়ে পালটে যায় বাঙলার রাজনৈতিক পরিবেশ । পিলু তখন বিজেপির দিকে যেতে থাকেন । গতরাতে ই সোশ্যাল মিডিয়ায় পিলু ভট্টাচার্যের প্রয়াণের খবর ছড়িয়ে পড়ে । তবে তা নিয়ে নিশ্চিত বার্তা আসে তাঁর পুত্ৰ ঋতর্ষি ভট্টাচার্যের ফেসবুক পোস্ট থেকে ।তিনি লেখেন , অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার বাবা শ্রী পিলু ভট্টাচার্য আজ আমাদের ছেড়ে চলে গেলেন । তার আত্মার শান্তি কামনা করুন ।এর সঙ্গেই গোটা বাঙলা থেকে পিলু ভট্টাচার্যের গুণমুগ্ধরা তাঁর প্রয়াণে শোকবার্তা জানান ।