গত ১৯ মাস অপেক্ষা করার পর দিওয়ালি ধামাকা দিয়ে বাজিমাত করলেন রোহিত শেট্টি (Rohit Shetty)। ‘সূর্যবংশী’ (Sooryavanshi) ছবির মাধ্যমে ফ্যানদের গিফট দিলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার।আসলে ছবিটি গতবছর ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা আটকে যায়। ক্যাটরিনার (Katrina Kaif) ঠুমকা ও সিঙ্গম অজয় (Ajay Devgn) ও সিম্বা রণবীরের (Ranveer Singh) এন্ট্রিতে সূর্যবংশী অক্ষয়ের (Akshay Kumar) অ্যাকশন তো একেবার হিট।’সূর্যবংশী’ ছবিটি মুক্তি পেতেই দর্শকরা হলমুখী হয়েছেন। আর তাতেই বিশ্বজুড়ে বক্স অফিস কালেকশনের হিসেবে ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি।
চিত্র সমালোচক তরন আদর্শ ছবির কালেকশন জানিয়ে টুইট করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন গোটা টিমকে। প্রথমদিনের বক্স অফিস কালেকশন ছিল ২৬ কোটি ২৯ লক্ষ টাকা, দ্বিতীয়দিন একটু কমে তা ২৩কোটি ৮৫ লক্ষ টাকা, রবিবার তা ২৪ কোটি ৯৪ লক্ষ টাকা, সবমিলিয়ে মোট ব্যবসা ৭৭ কোটি ৮ লক্ষ টাকা। জমজমাট অ্যাকশন, সংলাপে কমিক টাইমিং এর তুলনা নেই, আর ক্লাইম্যাক্সের ফ্রেম মন ছুঁয়ে যাচ্ছে সকলের।
'SOORYAVANSHI' OVERSEAS: 3-DAY TOTAL $ 3.29 MILLION…
⭐ Day 1: $ 1.08 mn
⭐ Day 2: $ 1.15 mn
⭐ Day 3: $ 1.06 mn
⭐ Total: $ 3.29 million [₹ 24.37 cr]#Sooryavanshi #Overseas pic.twitter.com/mKKUbif5l1— taran adarsh (@taran_adarsh) November 8, 2021
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সিনেমাহল বন্ধ থাকায় বলিউডে একাধিক ছবির মুক্তি আটকে ছিল। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণার পরই একে একে আটকে থাকা ছবিগুলির মুক্তির দিন ঘোষণা করেন পরিচালক থেকে প্রযোজক, অভিনেতা, অভিনেত্রীরা। ছবির শ্যুটিং এবং প্রোডাকশনের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রায় ১৯ মাস ধরে মুক্তির জন্য অপেক্ষায় দিন গুনছিল ‘সূর্যবংশী’। যখন ওটিটি প্ল্যাটফর্মই ছবি মুক্তির একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল, তখনও শুধুমাত্র সিনেমাহলে মুক্তির জন্য এই ছবি আটকে রেখেছিলেন পরিচালক রোহিত শেট্টি এবং ‘সূর্যবংশী’ নির্মাতারা। এই ছবির মাধ্যমেই ফের অনস্ক্রিনে ঝড় তুলেছে অক্ষয়-ক্যাটরিনা জুটি। ‘টিপ টিপ বরসা পানি’ গানে তো নায়িকার থেকে চোখ ফেরানো দায়। লাস্যময়ী ক্যাটরিনা না জানি কত না তরুণের হৃদয়ে ঝড় তুলেছেন। অন্যদিকে নজর কেড়েছেন অক্ষয়-রণবীর-অজয় ট্রায়ো। এখন ১০০ কোটির ক্লাব হাউজে ছবির নাম ঢোকার অপেক্ষা মাত্র।