ভারতের বাজারে এবার আসতে চলেছে রাশিয়ার টীকা স্পুটনিক ফাইভ
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ভারতের বাজারে এবার আসতে চলেছে রাশিয়ার করোনার টীকা স্পুটনিক ফাইভ।দেশের বিশেষজ্ঞ প্যানেল ড্রাগস কনট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া(DCGI) ছাড়পত্র দিল রাশিয়ার স্পুটনিক ফাইভকে।
জানা গিয়েছে, ভারতে এই টিকা ব্যবহারের জন্য প্রস্তাব রেখেছিল হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি। কেন্দ্র সরকারের কাছে স্পুটনিক ফাইভ ব্যবহারের অনুমোদন চাওয়া হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েই স্পুটনিক ফাইভকে ব্যবহার করার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।
ল্যানসেট জার্নাল অনুসারে রাশিয়ার কোভিড–১৯ ভ্যাকসিন ৯১.৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।উল্লেখ্য ইতিমধ্যেই দেশে তৈরি টীকা কোভ্যাক্সিন ও কোভিশীল্ড পাচ্ছেন নাগরিকরা।। এবার আসতে চলেছে স্পুটনিক ফাইভ।