(মনের কথা)
যারা অনেক টা মান অভিমান নিয়ে হারিয়ে যায় তারা কখনো ফিরে আসে না। কক্ষনো না!!!
লেখা টা আমার হলেও পুরো সত্যি আপনাদের জীবনের সাথে মিল আছে কোথাও না কোথাও যারা প্রেম করে আর কাওকে মন দিয়ে ভালো বেশে তাকে তার থেকে বেশী চেয়ে থাকে।
আজ আমি কিছু জানা কথা ই বলবো মনে হয়ে কিছু কিছু আপনাদের বাস্তব জীবন থেকে মিল খাবে। মিল খায় আর নাই বা খেলো কিন্তু প্রায় এটা জীবনের তো সত্যি টা তাই কিছু আবেগ গুছিয়ে নিয়ে আর কিছু কথা সাজিয়ে নিয়ে আপনাদের সামনে প্রস্তুত হলাম।
আশা করি আপনাদের এই লাইনস গুলো ভালো লাগবে।
- আমি যখন বার বার বলতাম ভালোবাসি, ভালোবাসি তুমি বলতে – অতিরিক্ত কিছু ভালোনা তাই আমি অতিরিক্ত ভালোবাসি বলা ছেড়ে দিলাম,
- আমি যখন সারাদিন পর একটু সময় চাইতাম আমাকে দাওয়ার জন্য, তুমি বলতে – সব সময় কথা না বলে সময়ের দাম দিতে শেখো, তাই আমি আবেগ কন্ট্রোল করে, সময়ের দাম দিতে শিখে নিলাম।
- আমি যখন তোমার কল বা ম্যাসাজএর জন্য দীর্ঘ অপেক্ষা করতাম,
তুমি বলতে- বেশি আশা ভালো না সোনা, ভালো না। তাই আমি আশা করা ছেরে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম। - আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে তারা হুরও করে ফোন করে তোমার খোঁজ নিতাম কি তুমি ঠিক আছো কি না… তুমি বলতে – পাগলামি টা এবার একটু কমাও… নিজেকে তাই সুস্থ মস্তিস্কের মানুষ হিসেবে গড়ে তুললাম।
- আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম, এটা জানার জন্য কি তুমি খেয়েছো কি না…. তুমি বলতে – এতো নেকামি আমার ভালো লাগে না আর আমি তাই… নেকামি ছেরে নিজের মতা মত কে গুরুত্ব দিতে শিখলাম।
- আমি যখন কান্নায় ভেঙে পড়তাম… তোমার অবহেলায় … তুমি বলতে…. এত দুর্বল কেনো তুমি।
তাই কান্না ছেরে নিজেকে শক্ত করে নিলাম,…..
আমি যখন তোমাকে জিজ্ঞাসা করতাম কখনো ছেরে যাবে না তো?
___তুমি বলতে … ভবিষ্যতে এত ভেবো না….. তাই ভবিষ্যত্ এত না ভেবে বর্তমান কে আঁকড়ে ধরতে শিখলাম।
___কিছুদিন পর তুমি যখন চলে যেতে চাইলে আমি বললাম।। যেতে পারে… আটকাবো না…. তখন তুমি নিজেই অবাক হলে ___আসলে তুমি বুঝতে পারনি…… কখন এই সহজ-সরল মানুষটা কে তুমি বাস্তবতা শিখিয়ে দিয়েছো…..হ্যাঁ ….. তুমি আমায় একটু -একটু করে বাস্তবতা শিখিয়েছো।এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার…শুধু তোমার কিছু কথা বলার বাকি ছিল…. তুমি ভালোবাসার শব্দ টা, শুধু ওই শব্দ হিসেবেই যেনে এসছো… এটাকে কখনো অনুভব করতে পারোনি।
আসলে তুমি হয়তো জানতে না… আমার করা এই নেকামো গুলোই, ওই সুন্দর ইতিহাস গড়ে তোলে, তুমি হয়তো জানতে না, এই পাগল মানুষ গুলো, মন থেকে ভালো বসতে যানে, তুমি হয়তো জানতে না, এই ছোট্ট – ছোট্ট আবেগ গুলো থেকে ভালোবাসা তৈরি হয়,_
__ তুমি হয়তো জানতে না, আমি ভালোবাসি বলেই, আমার গুরুত্বপূর্ণ সময় টুকু তোমায় দিতাম, যখন তুমি ভালোবাসায় এগুলো করা টা কি সেটা জানতে পারবে, সেদিন এই পাগল, নেকমো, মানুষ টা কে খুব করে চাইবে..
জানো তো! কিন্তু তখন অনেক টা দেরি হয়ে যাবে .. বিশ্বাস করো… অনেক দেরি, অনেক টা তাই প্রিয়.. সময় থাকতে মূল্য দিতে শেখো… কারণ অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায়… তারা কখনো ফিরে আসে না … কখনও না……….
Very nice….
Thank you