অর্পিতা লাহিড়ীঃ ভোট জ্বরে ফুটছে বাংলা। জোড়াফুল, পদ্ম, নাকি বাম,কংগ্রেস, আইএসএফ জোট শেষ হাসি কে হাসবে তা জানার জন্য এখনও ২ রা মে পর্যন্ত অপেক্ষা। তবে তার আগেই রাজ্য রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে বুধবার নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা।
তবে ভোট বড় বালাই, বাংলার ভোটরঙ্গও জমে উঠেছে। হাওড়ার রামরাজাতলায় সান্ধ্য বাজারে রমরমিয়ে বিকচ্ছে ” ধাক্কা পটল”। জানতে চাইলাম “দাদা “ধাক্কা পটল” বিষয়টা একটু জানাবেন। সপাট জবাব ” এটা নন্দীগ্রাম থেকে এসেছে, দিদি ধাক্কা খাওয়ার পর তাই ধাক্কা পটল “। বোঝা গেল সবুজ পটলেও লেগেছে রাজনৈতিক রং। তবে ক্রেতারা এতে আমল দিতে নারাজ। ৫০ টাকা কিলো দরে হাওড়ার রামরাজাতলা বাজারে রমরমিয়ে বিকচ্ছে ধাক্কা পটল।