ভাটার টান নববর্ষের কেনাবেচায়
অর্পিতালাহিড়ীঃ বাংলা নতুন বছরের সকাল মানেই নতুন পোশাক পরে ঝুড়িতে করে লাল শালু মোড়া হালখাতা, লক্ষী গণেশের পুজো। তারপর পুজো সেরে নতুন বছরে ব্যবসা যাতে ভালো চলে তার প্রার্থনা জানানো। কালীঘাট বা দক্ষিনেশ্বরে এটাই প্রতি বছরের চেনা ছবি। কিন্তু করোনা কালে সেই ছবিতেও এসেছে বদল।
রাত পোহালই ১৪২৮, আরও একটা বাংলা বছর। ২০২০ বা বাংলার ১৪২৮ সালেও করোনার কারণে চলছিল লকডাউন। বন্ধছিল বড়বাজার। স্বাভাবিক ভাবেই হয়নি বেচাকেনা। ২০২১ সালে দাঁড়িয়েও করোনার সেকেন্ড ওয়েভের লাল চোখ। যার স্বাভাবিক ভাবেই প্রভাব ফেলেছে কেনাবেচায়।
-
লক্ষী-গণেশ মূর্তি কিনতে রীতি মেনে ভিড় করছেন করছেন ক্রেতারা। নববর্ষের সকালে লক্ষী -গণেশ পুজো এবং হালখাতা নিয়ে মন্দিরে যাওয়া একটি পরিচিত ছবি। কিন্তু সেই কেনাবেচাতেও ভাটার টান। চৈত্র সংক্রান্তিতে যেন চেনা ছন্দটাই হারিয়ে গিয়েছে বড়বাজারের।