করোনা বিদায় অভিনব ভাবনা বালুশিল্পীর
অর্পিতা লাহিড়ীঃকরোনাকে বিদায় জানাতে কতকিছুই না করা হয়েছে। কখনও থালা বাজানো, তো কখনও ঘরে ঘরে প্রদীপ জ্বালা। কিন্তু তবু্ও ঠেকানো যায়নি করোনাকে। তবে করোনার প্রকোপ থেকে মুক্তি পেতে এবার এক নতুন প্রয়াস সৃষ্টি করল পুরীর বাসিন্দা সুদাম প্রধান। নিপুণ কৌশলে সমুদ্র তটে বানিয়ে ফেললেন বজরঙ্গবলীর মুর্তি। করোনাকে দেশ থেকে চির বিদায় জানাতেই শিল্পীর এই সৃষ্টি।
I
- সুদাম বাবু একজন বালুশিল্পী। তাই শিল্পীর ভাবনাকে বালির মাধ্যমেই ফুটিয়ে তুললেন পুরীর সমুদ্র তটে। তাঁর এই সৃষ্টি মুগ্ধ করেছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। রাত পোহালেই পয়লা বৈশাখ।
বাঙালীর নববর্ষ।পশ্চিমবঙ্গের মত অনেক রাজ্যেরই নববর্ষ এদিন। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে আতঙ্কিত দেশবাসী। তাই বালি দিয়ে মহাবীর হনুমান তৈরি করে গোটা বিশ্ব থেকে করোনা নিধনের প্রার্থনা সুদামের।