27 C
Kolkata
27 C
Kolkata
শনিবার, মার্চ 25, 2023

স্ত্রীর মৃত্যুর ৫দিনের মাথায়, ৯১ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং ।

উড়ন্ত শিখ’ নামেই তিনি পরিচিত ছিলেন। রোম অলিম্পিকে মাত্র ০.১ সেকেন্ডের জন্য ব্রোঞ্জ পদক জিততে পারেননি। ভারতীয় ক্রীড়া জগতের নক্ষত্র পতন। প্রয়াত দেশের কিংবদন্তি অ্যাথলিট ‘উড়ন্ত শিখ’ মিলখা সিং (Milkha Singh)। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শরীরে কোভিড থাবা বসানোর ৩০ দিনের মাথায় প্রয়াত হলেন ‘পদ্মশ্রী’ মিলখা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। বাবার চলে যাওয়ার কথা জানিয়েছেন ছেলে জিভ মিলখা সিং।

গভীর শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ক্রীড়ামন্ত্রী কিরন রিজিজু, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমৃন্দর সিং, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশ-বিদেশের বহু বিশিষ্টজনেরা।

৯১ বছর বয়সি মিলখা (Milkha Singh) গত বুধবারই কোভিডমুক্ত হয়েছিলেন এবং তাঁকে জেনারেল আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। তবে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডাক্তারদের উদ্বেগ খানিক বেড়েছিল । চন্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের একদল ডাক্তার ফ্লাইং শিখের(Flying Sikh) দেখভাল করছিলেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল গত কয়েকদিন ধরে মিলখা সুস্থই ছিলেন। হাসপাতাল সূত্র থেকে বলা হয়েছে, ‘হঠাৎ করে বৃহস্পতিবার রাতে তাঁর(মিলখা সিং) জ্বর আসে এবং তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও কমে যায়’।

গত ২০ মে কোভিড (CoronaVirus) আক্রান্ত হয়েছিলেন মিলখা। তাঁর বাড়ির দুই পরিচারক করোনা সংক্রমিত হয়েছিলেন। বাড়ির অন্যান্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও, মিলখার রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিলেন।করোনা থেকে সুস্থ হওয়ার পরও বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন মিলখা। এর মধ্যেই দিন পাঁচেক আগে স্ত্রী নির্মল কৌর প্রয়াত হন।তিনিও কোভিডে আক্রান্ত হয়েছিলেন।বৃহস্পতিবার রাত থেকে ফের অসুস্থ হয়ে পড়েন মিলখা। রক্তে কমে যায় অক্সিজেনের মাত্রা। গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে ছিল জ্বর। চণ্ডীগড়ের একটি হাসপাতালের আইসিইউ-তে রাখা হয় তাঁকে। শুক্রবার সন্ধে থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শেষপর্যন্ত আর যুঝতে পারেনি তাঁর শরীর।

মিলখার শারীরিক অবস্থা সম্বন্ধে তাঁর পরিবারের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছিল, ‘ দিনটা একটু কঠিন ছিল মিলখা জি’র জন্য। কিন্তু উনি লড়াই চালিয়ে যাচ্ছেন’।

এশিয়ান গেমসে(Asian Games) চারবারের স্বর্ণপদক জয়ী মিলখা গত মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন। তাঁর স্ত্রী নির্মল কউরও(Nirmal Kaur) এই মারণ ভাইরাসের কবলে পড়েছিলেন। গত রবিবার মোহালির একটি বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন।

কোভিড আক্রান্ত হওয়ার কিছুদিন পরেই ফ্লাইং শিখের(Flying Sikh) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মোহালির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে এক সপ্তাহ চিকিৎসা চলার পর তাঁকে পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে স্থানান্তরিত করা হয়।

 

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.