27 C
Kolkata
27 C
Kolkata
শনিবার, মার্চ 25, 2023

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০ কোটির বেশি অর্থ পেল পড়ুয়ারা , প্রতিশ্রুতি রক্ষা মুখ্যমন্ত্রীর

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ইতিমধ্যেই ১০ কোটির ও বেশী টাকা পড়ুয়াদের হাতে দেওয়া হয়েছে বলেই উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর । যাকে অত্যন্ত ইতিবাচক হিসেবেই দেখছে উচ্চ শিক্ষা দফতরের কর্তারা ।যদিও ইতিমধ্যেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করে অনেকটাই সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছেন আধিকারিকরা ।আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে আলোচনা চালাচ্ছে উচ্চ শিক্ষা দফতর । ইতিমধ্যেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । সেক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের লোন পাওয়ায় সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ।যদিও উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর , যাদের পড়াশোনার মান ভালো নয় তাদের আবেদন ফিরিয়ে দিচ্ছে ব্যাঙ্ক ।

গত ৩০ শে জুন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সূচনা করেছিলেন ।দশম শ্রেনীর পর থেকে উচ্চ শিক্ষার জন্য ছাত্র ছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন করতে পারবেন । তারপর থেকে পেরিয়ে গেছে প্রায় দুমাস ।উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর ,স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ইতিমধ্যেই রাজ্যের ৭৯০৪৩জন আবেদন করেছেন ।যার মধ্যে ছাত্রের সংখ্যা ৪৩৮২৪ ও ছাত্রীর সংখ্যা ৩৫২১৩ ।যার মধ্যে এ রাজ্যের মধ্যে পড়ার জন্য আবেদন করেছেন ৫৭০৭৯ জন ।এরাজ্যের বাইরে পড়ার জন্য আবেদন করেছেন , ২১৯৪৬ জন ।উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, সব আবেদনকারীরা আবেদন মিলিয়ে এখনও পর্যন্ত লোনের পরিমাণ হয়েছে ৩৪৬১ কোটি ৩১লক্ষ টাকা ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.