34 C
Kolkata
34 C
Kolkata
রবিবার, মার্চ 26, 2023

রোদে পুড়ে ট্যান পড়ে গেছে মুখে !!উপায় কী?

 

 ত্বকের যত্ন নেওয়া বা ঘনঘন পার্লার যাওয়া কোনোটাই হয়ে ওঠেনা সময় অভাবে !!  রোদের তীব্র অতিবেগুনি রশ্মির কারণে ত্বক পুড়ে যায়। এর যত্ন যদি সঠিক উপায়ে না করা হয়, তাহলে  আপনার ত্বকে স্থায়ীভাবে বসে যেতে পারে কালো ছোপ দাগ। ত্বকে বয়সের ছাপও খুব তাড়াতাড়ি দেখা দেয়।’ কীভাবে রোদে পোড়া কালো দাগ দূর করবেন জেনে নিন খুব সহজ কিছু ঘরোয়া উপায় ।

 ১। বাইরে বের হওয়ার অন্তত ১৫ মিনিট আগে সানস্ক্রিন লোশন লাগান । ৫\৬ ঘণ্টা পর এ ধরনের  ক্রিমের কার্যকারিতা শেষ হয়ে যায়। তাই আবার মুখ ধুয়ে সানস্ক্রিন ব্যবহার করুন। 

২। বাইরে থেকে আসার পর ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর পারলে এক টুকরো বরফ টিস্যু দিয়ে পেঁচিয়ে ভালো করে মুছে নিন। 

৩।  আলু ভালো করে গ্রেড করে পুরো মুখে লাগিয়ে নিন । ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বকের জেল্লা ফিরে পাবেন । 

৪। টমেটোর রস লাগান ।  ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। বা এক টুকরো টমেটো নিয়ে কিছুক্ষণ ঘষে মুখে লাগিয়ে নিন । 

৫। কাঁচা হলুদ বাটা, বেসন, দই মিশিয়ে প্যাক তৈরি করে নিয়মিত ব্যবহার করুন। জেল্লা ফিরে আসবে।

৬।  অ্যালোভেরার রস লাগিয়ে ২০ মিনিট রাখার পর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

৭। লেবুর রস আর টকদই একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। টকদই ও লেবু দুটোই রোদে পোড়া ত্বকের জন্য ভালো।

 ৮। মধু, মসুর ডাল বাটা ও দুধ একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। প্রতিদিন এই প্যাকটি ব্যবহার করলে রোদে পোড়া ভাব দূর হয়ে যাবে ।

৯। ময়দা এবং কাঁচা দুধ মিশিয়ে মুখে লাগাতে পারেন। এতে পোড়া দাগের সঙ্গে সঙ্গে মৃত কোষ উঠে যায় । 

১০।  মধু ও লেবুর রস একসাথে মিশিয়ে মুখে ১০ মিনিট রেখে  ভালো করে ধুয়ে ফেলুন।

উপায়গুলি খুব সহজ । নিয়ম করে ব্যবহার করলে আপনার ত্বক আবার ঝলমলিয়ে উঠবে । ট্যান রিমুভ করার পদ্ধতি শুরু করার পর কিন্তু আর রোদ লাগাবেন না। এই সময় ত্বক স্পর্শকাতর হয়ে থাকে। প্রয়োজনে ছাতা, টুপি, স্কার্ফ ব্যবহার করুন। 

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.