কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ এসএসকেএমের চিকিৎসকদের অনুরোধ করে শুক্রবারেই হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন। রবিবার প্লাস্টার করা পা নিয়েই হুইলচেয়ার করে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিলে সামিল হলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বলেন “ভাঙা পা নিয়ে বাংলায় ঘুরে দাঁড়াবো। নিহত বাঘের চাইতে আহত বাঘ অনেক ভয়ঙ্কর। আমার শরীরের যন্ত্রণার থেকে গণতন্ত্র রক্ষার দায় অনেক বেশি। স্বৈরাচারীদের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করাই আমার কাজ। তাই আমি বাইরে বেড়িয়েছি। নিহত বাঘের থেকে আহত বাঘ বেশি ভয়ঙ্কর।”
নন্দীগ্রামের ঘটনা থেকে শিক্ষা এদিন আরও বেশি আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা ছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইল চেয়ার থেকে ৫০ মিটার জায়গা সামনের দিকে ফাঁকা রেখে মিছিল চলেছে। পুলিশ দড়ি দিয়ে এই ৫০ মিটার জায়গা কর্ডন করে রাখে। মিছিলের রাস্তা সংলগ্ন সবকটি রাস্তা বন্ধ রাখা হয়েছিল। ধর্মতলা থেকে হাজরা প্রায় চার কিলোমিটার পথ হুইলচেয়ার করেই মিছিলে অংশ নেন তিনি। এদিন মিছিলের পুরভাগে ছিলেন চিকিৎসকদের একটি দল এবং দুটো আ্যম্বুলেন্স।