রবিবার দক্ষিণ কলকাতায় মমতার রোড শো তে স্বতস্ফুর্ত সাড়া
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রবিবাসরীয় ছুটির দিনে দক্ষিণ কলকাতায় রোড শো করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার প্রার্থীদের সমর্থনেও একই ভাবে হুইলচেয়ারে সওয়ার হয়েই রোড শো করেন দলনেত্রী। স্বতঃস্ফূর্ত সাড়াও মেলে রাস্তার ধারে উপস্থিত জনতার।
রুটিন সভা নয়। বালিগঞ্জ, রাসবিহারী ভবানীপুর তিনটি বিধানসভা কেন্দ্রে ভোটপ্রচারের জন্য মমতা বন্দ্য়োপাধ্যায় রোড শো-কেই বেছে নিলেন। ছুটির দিনে ঘরের মাঠে মমতার রোড শো ঘিরে যে উন্মাদনা দেখা গেল তা বিজেপির কপালে ভাঁজ ফেলতে পারে। ১০ কিলোমিটার দীর্ঘ রোড শো জুড়ে বেজে চলল বাংলা নিজের মেয়েকেই চায়।