34 C
Kolkata
34 C
Kolkata
বুধবার, মার্চ 29, 2023

টাকা আসবে কীভাবে? ‘আমি ব্যবসায়ী, ভরসা রাখুন,’ মনে করালেন অমিত শাহ

ইশতাহারে (BJP Manifesto) রয়েছে ঢালাও প্রতিশ্রুতি। মৎস্যজীবী, কীর্তনিয়াদের ভাতা থেকে শুরু করে মহিলাদের বিনামূল্যে পড়াশুনো। প্রশ্ন হল, এত টাকা আসবে কোথা থেকে? তা আঁচ করে সংকল্পপত্রপাঠের আগেই জবাব দিলেন অমিত শাহ (Amit Shah)। মনে করিয়ে দিলেন, তিনি ব্যবসায়ী। অর্থসংস্থান করেই প্রতিশ্রুতি দিচ্ছেন।

অমিত শাহ (Amit Shah) এ দিন বলেন,’আমি নিজে সংকল্পপত্র দেখেছি। পরে কোনও সাংবাদিক জিজ্ঞেস করতে পারেন, অর্থসংস্থান কীভাবে হবে? বাংলার বাজেটের ১৫ শতাংশের বেশি নয়। এক এক পয়সার হিসাব রয়েছে। আমি বেনিয়া (ব্যবসায়ী)। ভরসা রাখুন। সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারব।’

ইশতাহারকে (BJP Manifesto) ‘সোনার বাংলা সংকল্পপত্র’ আখ্যা দিয়েছে বিজেপি (BJP)। অমিত শাহের (Amit Shah) কথায়,’আসল পরিবর্তনের লক্ষ্যে আমাদের সংকল্পপত্র। ২০১৬ সাল থেকে বাংলায় ঘুরছে আমাদের কর্মীরা। সবার থেকে মতামত সংগ্রহ করেছেন। আমাদের সমর্থন করেছেন বাংলার মানুষ। এটা নৈতিক দায়িত্ব, বাংলার জনগণের ইচ্ছা ও আকাঙক্ষাকে পূরণ করি।’

 

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.