34 C
Kolkata
34 C
Kolkata
বুধবার, মার্চ 29, 2023

আফগানিস্তানে তালিবানের কব্জায় ভারতীয়রা , বেশ কয়েক ঘন্টা পরে মুক্তি

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

আফগানিস্তানে তালিবানের হাতে ভারতীয়রা । কাবুল বিমানবন্দরের আশেপাশের এলাকা থেকে প্রায় দেড়শো জনকে আটক করেছে তারা । তাদের মধ্যে বেশিরভাগ ই ভারতীয় ।আটকদের মধ্যে রয়েছেন শিখ আফগানরাও| এমনটাই দাবি আফগান সংবাদ মাধ্যমের ।বেশ কয়েক ঘন্টা পর অপহৃতদের মুক্তি দেওয়া হয়েছে বলে খবর । জিজ্ঞাসাবাদের পর অপহৃতদের মুক্তি দিয়েছে তালিবানরা। অপহরনের অভিযোগ প্রথমে অস্বীকার করে তালিবানরা ।

যদিও এ ব্যাপারে সরকারি ভাবে কিছু জানা যায়নি । অন্যদিকে , অপহরণের অভিযোগ প্রথমে অস্বীকার করে তালিবানরা ।তারা দাবি করেছিল , সমস্ত ভারতীয়কে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ।তাদের অপহরণ করা হয়নি ।তালিবানরা দাবি করে , ভারতীয়দের বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে ।
শেষ পাওয়া খবরে জানা গিয়েছে , যাদের তালিবানরা কব্জায় নিয়েছে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি । যদিও তালিবানরা এই অভিযোগ অস্বীকার করে ।আফগানিস্তানের দখল তালিবানরা নেওয়ার পর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত সরকার সেখান থেকে দেশের নাগরিকদের ফিরিয়ে আনার কাজ চালাচ্ছে ।যদিও আফগানিস্তানে এখনও আটকে রয়েছেন অনেক ভারতীয় । তাদের ফেরাতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে ।

কাবুল বিমানবন্দরে বড় বিমানের ওঠানামায় অসুবিধা রয়েছে । এজন্যে সেদেশে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারকৌশল বদল করল নয়াদিল্লি । ঠিক হয়েছে , কাবুল থেকে ছোট ছোট দলে ভাগ করে উদ্ধার করবে ভারতীয় বায়ুসেনা । এজন্য কাজে লাগানো হচ্ছে ওয়ান থার্টি জে হারকিউলিস বিমান । আজ ৯০ জনকে উদ্ধার করে আনা হয় তাজিকিস্তানে । পরে ওই বিমান ফেরত যাবে কাবুলে । সেখান থেকে সি সেভেন্টিন গ্লোবমাষ্টারে চড়ে দেশে ফিরবেন ভারতীয়রা ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.