34 C
Kolkata
34 C
Kolkata
রবিবার, মার্চ 26, 2023

তামিলদের অসম্মানের অভিযোগে ‘বয়কটের’ ডাক! ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ বিতর্কে মুখ খুললেন মনোজ

২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘Family Man’ ওয়েব সিরিজটি। এর দ্বিতীয় সিজনের জন্য রীতিমতো অপেক্ষায় দর্শক। সেই অপেক্ষার অবসান করে সদ্যই ‘Family Man 2’ – র মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। তবে, ট্রেলার মুক্তি পেতেই এই ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক তুঙ্গে। মনোজ বাজপেয়ী অভিনীত এই ওয়েব সিরিজটি মুক্তি পেতে চলেছে আগামী জুন মাসে। সামান্থার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ (The family man 2) বয়কট করার দাবিতে শুরু হল বিক্ষোভ। নেটিজেনদের একাংশের দাবি, এই ওয়েব সিরিজে শ্রীলঙ্কার ইলম তামিল সম্প্রদায় ‘এন্ড দা এলটিটিই অরগানাইজেশন’কে অসম্মান করা হয়েছে এবং ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে। রাজ্যসভার সাংসদ ভায়কো তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠি দিয়ে অনুরোধ জানান যেন খুব শীঘ্রই ব্যান করা হয় এই নতুন ওয়েব সিরিজটি। তিনি  দাবি করেন, Tamil Eelam warriors-দের দেখানো হয়েছে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে। তামিল সম্প্রদায়ের মানুষকে জঙ্গি ও আইএসআই-এর এজেন্ট হিসেবে দেখানো হয়েছে। যা ক্ষমার অযোগ্য এবং তামিল সম্প্রদায়ের মনে এই ঘটনা আঘাত হেনেছে।

এই প্রসঙ্গে এই ওয়েব সিরিজের দুই পরিচালক Raj এবং DK জবাব দিলেন টুইটারে। তিনি লিখেছেন, ‘ এই ওয়েব সিরিজ এর ট্রেলার এর সামান্য কিছু দৃশ্য দেখে ভেবে নেওয়া হয়েছে তাতে তামিলদের অপমান করা হয়েছে। এই ওয়েব সিরিজে অনেক মেম্বার কাজ করেছেন তারা তামিলনাড়ুর বাসিন্দা। তাদের সংস্কৃতি, ইতিহাস এবং ভাবাবেগ নিয়ে আমরা অবগত। তাই তামিলদের উপর রাগ বা ক্ষোভ আমাদের নেই। বরং অনেক ভালোবাসা রয়েছে।কষ্ট করে বছরের পর বছর কাজ করে আমরা এই ওয়েব সিরিজটা বানিয়েছি। উদ্দেশ্য শুধুমাত্র দর্শকদের ভালো একটি ওয়েব সিরিজ উপহার দেওয়া। সবাইকে অনুরোধ করছি দয়া করে এটা দেখুন আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে।’

Image

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.