রোদের জন্য পুরো গায় কি টেন পড়ছে।
টেন রিমুভ
কি ভাবে দূর করবেন?
প্রচন্ড রোদের জন্য আমাদের শরীর এর বিভিন্ন জায়গাতে টেন পরে ।সেই টেন রিমুভ করতে আমরা ব্লিচ ও টেন করি।এখন প্রশ্ন টা হলো টেন কোন ত্বকের ওপর আর ব্লিচ কোন ত্বকে এপ্লাই করতে হবে।
মুখে ব্রণ আছে এমন কারোর টেন রিমুভ করার জন্য টেন করবো ।আর বাকি সমস্ত মুখে ব্লিচ করবো।আগের পোস্ট এ ব্লিচ এর প্রক্রিয়া দাওয়া আছে ।
টেন কি ভাবে করব?
উপকরণ;
ফেসিয়াল ব্যান্ড,ক্লিনজার,টেন প্যাক,প্যাক লাগানোর ব্রাশ,তুলো, মষ্ট্রিরাইজার, ড্রাই টিশু।
প্রণালী;
প্রথমে ব্যান্ড দিয়ে চুলটাকে বেধে নিতে হবে।এরপরে ক্লিনজার দিয়ে মুখ তুলে দিয়ে পরিষ্কার করে নেবেন।এর পরে ব্রাশ দিয়ে টেন প্যাক লাগাবেন।10 মিনিট এর জন্য রেখে দেবেন।এরপরে ড্রাই টিশু জলে ভিজিয়ে ভালো করে মুখ মুছে ফেলবেন।এরপরে মস্ট্রিরাইজার লাগবে।
Note: 1) ব্লিচ 2-3 মাস অন্তর অন্তর করবেন নাহলে স্কিন শুষ্ক হয়ে যায়।
2) ব্লিচ করে 1 ঘণ্টা মতো গরম কিছু খাবেন না।আর রোদে বেরোবেন না।