অসমের ডিমা হাসাও জেলায় বড়সড় জঙ্গি হামলা। বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির হানায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি আরও একজন।
অসম পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ডিমা হাসাও জেলার উমরাঙ্গসো লঙ্কা রোডে দাঁড়িয়ে বেশ কয়েকটি লরিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এরপর লরিগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। লরিগুলোতে করে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। লরিগুলি স্থানীয় একটি সিমেন্ট কোম্পানির। এবং সেগুলিতে করে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। ওই ঘটনায় এখনও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সকলেই ওই লরিগুলোর চালক নয়ত খালাসি। খবর পেয়ে প্রত্যন্ত ওই এলাকায় যায় পুলিশ। শুরু হয় তদন্ত। অসম পুলিস সূত্রে খবর, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
২০১৯-এর এপ্রিল মাসে তৈরি হয় ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (DNLA)। প্রসঙ্গত, অসমে DNLA’র মতো বহু ছোটখাটো বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে, যারা পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছে। যদিও, অসম সরকার এর অধিকাংশকেই হয় দমন করেছে, না হয় আলোচনার মাধ্যমে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়েছে। কিন্তু DNLA’র মতো এই ছোট্ট গোষ্ঠীটিই আপাতত অসম সরকারের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে।