তৃতীয় দফার নির্বাচনে অশান্তি চরমে, রণক্ষেত্র গো ঘাট
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ তৃতীয় দফার নির্বাচনে রণক্ষেত্রের চেহারা নিল গোঘাট।গোঘাটে তৃণমূল নেতার মৃত্যু ঘিরে চাপানউতোর শুরু হল
অভিযোগ তৃণমূল বুথ সভাপতি সুনীল রায় ভোট দিয়ে ফেরার পথে বিজেপি কর্মীদের ধাক্কায় পড়ে যান। তার পরেই তাঁর মৃত্যু হয়। তৃণমূলের অভিযোগ, এদিন ভোট দিয়ে ফেরার পথে, বিজেপি কর্মীরা তাকে ঘিরে ঠেলাঠেলি করে। সেখানেই পরে গিয়ে মৃত্যু হয়।
বিজেপি কর্মীরা পরিকল্পনা করেই খুন করেছে বলে অভিযোগ গোঘাটের তৃণমূল প্রার্থীর। যদিও অভিযোগ অস্বীকার করছে বিজেপি।ঘটনাকে ঘিরে ফের রাজনৈতিক চাপা উত্তেজনা গোঘাট জুড়ে।
উল্লেখ্য বাম আমল থেকেই সন্ত্রাস কবলিত এলাকা হিসাবেই পরিচিত গোঘাট। নির্বাচনের কমিশনের স্পর্শকাতর কেন্দ্র গুলির তালিকায় প্রতিবারই জায়গা করে নেয় গোঘাট।
২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল। কিন্তু ঊনিশের পর গোঘাটের জমি হারায় তৃণমূল। তারপর থেকেই ক্ষমতা ধরে রাখতে তৃণমূলের হিংসা বাড়তে থাকে বলে অভিযোগ বিজেপির।