আগামী ৪৮ ঘন্টায় ধেয়ে আসছে কালবৈশাখী
কলকাতা মিডিয়াঃ কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস। কাটফাটা রোদ ও আদ্রতাজনিত অস্বস্তির হাত থেকে রেহাই পেতে চলছে রাজ্যবাসী, জানাল আলিপুর হাওয়া অফিস উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
বেশ কয়েক দিন ধরেই গরমের দাপটে হাঁসফাঁস অবস্থা ছিল। একদিকে ভোটের উত্তাপ, সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন। সেই সঙ্গে সকাল থেকে চড়া রোদের দাপটে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও স্বস্তির মুখ দেখবে রাজ্যবাসী।
আগামী ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের আলিপুর দুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারি বৃষ্টির সতর্কতা। এমনকি দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আগামী ৩/৪ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও ঝড়বৃষ্টি সহ ভারি বৃষ্টির সম্ভাবনা।
রবিবার থেকে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামতে পারে। বিশেষ করে দিনের তাপমাত্রা কম থাকায় স্বস্তি পাবে রাজ্যবাসী।