33 C
Kolkata
33 C
Kolkata
বৃহস্পতিবার, মার্চ 30, 2023

টিকিট থাকা সত্ত্বেও যাত্রীর অন্তর্বাসে হাত ঢুকিয়ে টাকা কাড়লেন পরীক্ষক , উত্তাল হাওড়া স্টেশন

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

পরিযায়ী শ্রমিকের অন্তর্বাসে হাত ঢুকিয়ে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠল টিকিট চেকিং স্টাফের বিরুদ্ধে ।শনিবার রাতের এই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে হাওড়া স্টেশন । রাতভোর অভিযোগকারী কে নিয়ে আরপিএফ বিভিন্ন বিভাগে ঘুরে শেষমেশ সিসিটিভিতে শনাক্ত করে অভিযুক্ত টিসিকে ।এরপর টিকিট পরীক্ষকদের দপ্তর থেকে সাড়ে তিন হাজার টাকা অভিযোগকারী কে ফেরত দেওয়া হয় ।খড়গপুরের সিনিয়র ডিসিএম গরজ সিং চরণ বলেন , অভিযুক্ত টিসির বিরুদ্ধে কঠোরতম সাজা হবে ।

অভিযোগকারী খোস মহম্মদ নিউ কমপ্লেক্সে আরপিএফকে লিখিত অভিযোগে জানিয়েছেন , তিরুচিরাপল্লি এক্সপ্রেসে তিনি ও তাঁর ভাই নুর মহম্মদ হাওড়া আসেন । নিউ কমপ্লেক্সের ২নম্বর গেট দিয়ে বেরোনোর সময়ে তিন টিকিট পরীক্ষক টিকিট দেখতে চান । টিকিট দেখানোর পর আই কার্ড দেখতে চান তারা । আধার কার্ড দেখেও সন্তুষ্ট হননি তারা ।এরপর তাদের কাছে ৪২০০টাকা জরিমানা চাওয়া হয় ।প্রতিবাদ করায় মারধরও করা হয় বলে অভিযোগ । মোবাইল , মানিব্যাগ কেড়ে নেওয়া হয় ।মানিব্যাগে টাকা না থাকায় অন্তর্বাসে হাত ঢুকিয়ে বের করা হয় সাড়ে তিন হাজার টাকা ।এই ঘটনার পর খোস মহম্মদ মুর্শিদাবাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে যোগাযোগ করেন । কমিটির পক্ষ থেকে রাতেই এডিআরএম কে বিষয়টি জানানো হয় । তাঁর নির্দেশে তৎপর হয় আরপিএফ । অভিযোগ নেওয়ার পাশাপাশি তারাই সিসিটিভি দেখে শনাক্ত করে টিসিকে । অভিযুক্ত টিসিকে না পাওয়া গেলেও টিকিট পরীক্ষকরাই সাড়ে তিন হাজার টাকা ফেরত দেন খোস মহম্মদকে ।টিসিরা তাকে ভোরের গণদেবতা এক্সপ্রেসে তুলে দেয় সাগরদিঘি যাওয়ার জন্য ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.