ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর মনোনয়ন দাখিল কে কেন্দ্র করে বাধল ধুন্ধুমার
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। আগামীকালের সবচেয়ে আলোচিত কেন্দ্র অবশ্যই নন্দীগ্রাম ।
তবে এরই মাঝে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর মনোনয়ন পত্র পেশ কে কেন্দ্র করে বাধল ধুন্ধুমার।
রাজ চক্রবর্তীর মনোনয়ন জমার সময় তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাঁধে। শুভশ্রীকে সঙ্গে নিয়ে রাজ ব্যারাকপুর মহকুমার অফিসে ঢোকবার পড়েই দুই পক্ষের কর্মীদের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। চলে লাগাতার ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ, নামানো হয় ব়্যাফ গুলি চলবার অভিযোগও উঠেছে।