কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন নির্বাচন আপাতত শান্তিপূর্ণ। তাঁর কেন্দ্রে কোন বড়সড় অভিযোগ নেই।
শনিবার প্রথম দফার নির্বাচনে ভোট ৩০ আসনে। এর মধ্যে রয়েছে মেদিনীপুর কেন্দ্র। তীব্র দাবদাহকে উপেক্ষা করে বুথে বুথে ঘুরতে দেখা যায় অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে। তিনি প্রথমে একটি মন্দিরে পুজো দেন। তারপর পৌঁছে যান গুড়গুড়ি তলা ভোটগ্রহণ কেন্দ্রে। নিজেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। (ছবি সংগৃহীত)