তৃতীয় দফায় অশান্তি অব্যাহত, উলুবেড়িয়া উত্তরে আক্রান্ত নির্মল মাজি, আহত হয়ে হাসপাতালে দেহরক্ষী
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ তৃতীয় দফার নির্বাচনে অশান্তি অব্যাহত। উলুবেড়িয়া উত্তর কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে আক্রান্ত হলেন নির্মল মাজি। ইটের আঘাতে গুরুতর আহত তাঁর দেহরক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উলুবেড়িয়া উত্তরের প্রার্থী নির্মল মাজি ইটের আঘাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত মাথায় হেলমেট দেন
তৃতীয় দফার ভোটে দিকে দিকে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী। উলুবেড়িয়া উত্তর কেন্দ্র পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন নির্মল মাজি। নির্মল মাজির গাড়িকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয়েছেন তাঁর নিরাপত্তা কর্মী শ্যামল ওরাঁও। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হেলমেট পরে এলাকা ছাড়তে হয় নির্মল মাজিকে। কয়েক মাস আগেই তাঁর মস্তিস্কে অস্ত্রোপচার হয়েছিল ।