করোনার বলি খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা,টুইট করে শোকপ্রকাশ মমতার
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ একের পর এক বিভিন্ন রাজ রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন করোনায়। এবার করোনার দ্বিতীয় ঢেউ প্রাণ কাড়ল খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার।
বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তিনদিন ভেন্টিলেশনে থাকার পর সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।ভোটের মরশুমে এ নিয়ে তিনজন প্রার্থীর প্রাণ কাড়ল করোনা। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় প্রার্থীকে হারিয়ে টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন খুবই আকস্মিক এবং দুঃখজনক ঘটনা। তৃণমূলের খড়দহের প্রার্থী কাজল সিনহা প্রয়াত। করোনা আক্রান্ত ছিলেন তিনি। ওঁ জীবন মানুষের জন্য নিবেদন করেছিল। দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করেছেন নির্বাচনের জন্য। তাঁর অভাব অনুভব করব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ওঁর আত্মার শান্তি কামনা করি।”
উল্লেখ্য, এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছিল। ফলে ওই দুই আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সামশেরগঞ্জ, জঙ্গিপুরে ১৬ মে ভোটগ্রহণ হবে।