কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ সাংবাদিক সন্মেলন করে তৃণমূল ভবন থেকে প্রার্থী তালিকা ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই ইঙ্গিত ছিল ৮০ বছরের ওপর যাদের বয়স তাদের টিকিট দেওয়া হবেনা। প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা যাচ্ছে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে এবার লড়াই করবেন মনোজ তিওয়ারি। টিকিট পেলেন না বর্ষীয়ান রাজনীতিবিদ তথা বর্তমান বিধায়ক জটু লাহিড়ী। ভবানীপুর কেন্দ্র থেকে লড়াই করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রত্যাশামাফিক বেহালা পূর্ব থেকে লড়াই করবেন রত্না চট্টোপাধ্যায়। পূর্ব ঘোষণা মাফিক নন্দীগ্রাম আসন থেকেই লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে তিনটি আসন ছাড়া হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার জন্য।
অমিত মিত্র , মণীশ গুপ্ত, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ব্রজ মজুমদার, জটু লাহিড়ির জন্য বিধান পরিষদের আসনথাকতে পারে। আশির উর্ধে একাধিক নেতাকে প্রার্থী পদ এবার কোভিড পরিস্থিতির জন্য তৃণমূল দেয়নি বলে জানান মমতা। তিনি বলেন, বয়জ্যেষ্ঠরা যেভাবে তাঁর ও দলের পাশে থেকেছেন তাতে তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল এই নেতাদের প্রতি ।
এবারের প্রার্থী তালিকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহিলা, তফসিলি জাতি, তফসিলি উপজাতিদের। ৫০ জন মহিলা, তফসিলি জাতির জন্য ৬৮ জন সংরক্ষিত কিন্তু প্রার্থী ৮৯ জন। তফসিলি উপজাতি ১৬টি সংরক্ষিত আসন থাকা সত্ত্বেও তৃণমূল প্রার্থী করেছে ১৭ জন তফসিলি উপজাতিকে। সেই সঙ্গে অবশ্যই নজর কেড়েছে তালিকায় তারকাদের উপস্থিতি।
জোড়াসাঁকো বিবেক গুপ্ত
সবং মানস ভুঁইয়া
রামনগর অখিল গিরি
আরামবাগ সুজাতা মন্ডল খাঁ
পান্ডুয়া রত্না দে নাগ
চন্দননগর ইন্দ্রনীল সেন
সিঙ্গুর বেচারাম মান্না
হাওড়া মধ্য অরূপ রায়
বালি রাণা চট্টোপাধ্যায়
শিলিগুড়ি ওমপ্রকাশ মিশ্র
ভাঙড় মহম্মদ রেজাউল করিম
কাকদ্বীপ মন্টুরাম পাখিরা
দমদম ব্রাত্য বসু
বেহালা পূর্ব রত্না চট্টোপাধ্যায়
বেহালা পশ্চিম পার্থ চট্টোপাধ্যায়
দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য
আলিপুরদুয়ার সৌরভ চক্রবর্তী
দিনহাটা উদয়ন গুহ
মন্তেশ্বর কেন্দ্রে সিদ্দিকুল্লা চৌধুরি
আসানসোল দক্ষিণ কেন্দ্রে সায়নী
চন্ডীপুর কেন্দ্রে সোহম চক্রবর্তী
কৃষ্ণনগর উত্তরে কৌশানি
সোনারপুর দক্ষিণ লাভলি মৈত্র
কাশীপুর-বেলগাছিয়ায় অতীন ঘোষ
ডেবরা কেন্দ্রে হুমায়ুন কবীর
ঝাড়গ্রাম কেন্দ্রে বীরবাহা হাঁসদা
কামারহাটি কেন্দ্রে মদন মিত্র
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে বিদেশ বসু
শিবপুর কেন্দ্রে মনোজ তিওয়ারি
রাজারহাট গোপালপুর কেন্দ্রে অদিতি মুন্সি
উত্তরপাড়া কেন্দ্রে কাঞ্চন মল্লিক
ব্যারাকপুর কেন্দ্রে রাজ চক্রবর্তী
রাসবিহারি কেন্দ্রে প্রার্থী দেবাশিস কুমার
ভবানীপুরে প্রার্থী হবেন শোভনদেব চট্টোপাধ্যায়
বিধান পরিষদে অমিত মিত্র, পূর্ণেন্দু বসু