কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ জমে উঠেছে বাংলার নির্বাচনী প্রেক্ষাপট। এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল। অভিযোগ হলদিয়ার ভোটার তালিকায় নাম থাকা স্বত্বেও নন্দীগ্রামে ভোটার তালিকায় নাম তুলেছেন শুভেন্দু। তৃণমূলের দাবি নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হোক শুভেন্দুর নাম।
উল্লেখ্য কিছুদিন আগেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিল করার দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, আর একটি সিবিআই মামলাও রয়েছে। কিন্তু নিজের হলফনামায় তা উল্লেখ করেন নি তৃণমূল নেত্রী।