27 C
Kolkata
27 C
Kolkata
রবিবার, মার্চ 26, 2023

সকাল ১১ টা অবধি পাওয়া ট্রেন্ড অনুযায়ী রাজ্যে এগিয়ে তৃণমূল

 

সকাল ১১ টা অবধি পাওয়া ট্রেন্ড অনুযায়ী রাজ্যে এগিয়ে তৃণমূল

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ চলছে ভোটগণনা। নজরে রাজ্যের ২৯২টি বিধানসভা। তৃণমূল সরকারের হ্যাটট্রিক হবে, নাকি পালাবদলের ফলে বিজেপি সরকার ক্ষমতায় আসবে, সে দিকেই নজর। যদিও রাজ্যের সামগ্রিক ট্রেন্ড বলছে তৃণমূল এগিয়ে। কিন্তু হাইভোল্টেজ নন্দীগ্রামে পিছিয়ে স্বয়ং রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এখন
১০:৪৭
কাশীপুর-বেলগাছিয়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ।

১০:৪৪
দ্বিতীয় রাউন্ডের শেষে ডায়মন্ড হারবারে ৫৪২ ভোটে এগিয়ে তৃণমূল

১০:৪৩
খড়্গপুর গ্রামীণে দ্বিতীয় রাউন্ডের শেষে প্রায় আড়াই হাজার ভোটে এগিয়ে তৃণমূল

১০:৪২
শ্যামপুকুরে এগিয়ে তৃণমূলের শশী পাঁজা।

১০:৪২
চণ্ডীপুরে এগিয়ে তৃণমূলের সোহম চক্রবর্তী।

১০:৪১
মালদহে কংগ্রেস গড়ে ধস। ভোটের প্রবণতায় জেলার ১২টি কেন্দ্রেই বিপুল ভোটে পিছিয়ে তারা।

১০:৪১
কালচিনিতে ১১০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী বিশাল লামা

১০:৪০
আলিপুরদুয়ারের ৬৭১ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সুমন কাঞ্জিলাল

১০:৩৯
খানাকুল, গোঘাট, পুরশুড়ায় এগিয়ে বিজেপি

১০:৩৯
দ্বিতীয় রাউন্ড শেষে ক্যানিং পশ্চিমে ১১৬৭৭ ভোটে এগিয়ে তৃণমূল

১০:৩৮
নন্দীগ্রামে ব্যবধান কমালেন মমতা। সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে শুভেন্দু।

১০:৩৭
উত্তরপাড়ায় দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূলের কাঞ্চন মল্লিক এগিয়ে ১০৯৪ ভোটে

১০:৩৭
কেশপুরে চতুর্থ রাউন্ডের শেষে বিজেপি ৩ হাজার ভোটে এগিয়ে

১০:৩৫
শীতলখুচিতে তৃতীয় রাউন্ড শেষে ৯৫৩ ভোটে বিজেপি এগিয়ে

১০:৩৪
শিবপুরে তৃণমূলের মনোজ তিওয়ারি চতুর্থ রাউন্ডের শেষে ৫৫৪০ ভোটে এগিয়ে

১০:৩৪
দ্বিতীয় রাউন্ড শেষে মধ্য হাওড়ায় তৃণমূলের অরূপ রায় ১৫২৯০ ভোটে এগিয়ে

১০:৩৩
আসানসোল দক্ষিণে পিছিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এগিয়ে বিজেপির অগ্নিমিত্রা পাল।

১০:৩৩
টালিগঞ্জে সাড়ে ৮ হাজার ভোটে এগিয়ে তৃণমূলের অরূপ বিশ্বাস। পিছিয়ে বিজেপি।

১০:৩০
মেদিনীপুরে দ্বিতীয় রাউন্ডের শেষে দেড় হাজার ভোটে, চন্দ্রকোণায় চতুর্থ রাউন্ডের শেষে প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল

১০:২৯
গোয়ালপোখর প্রথম রাউন্ডের শেষ ৫৯৬ ভোটে তৃণমুল এগিয়ে

১০:২৯
ইসলামপুরে দ্বিতীয় রাউন্ডের শেষে ৫২৬২ ভোটে তৃণমুল এগিয়ে

১০:২৮
চোপড়ায় দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপি ২০০০ ভোটে এগিয়ে

১০:২৮
দ্বিতীয় রাউন্ডের শেষে চাকুলিয়ায় তৃণমূল ১১০০ ভোটে এগিয়ে

১০:২৬
দাসপুরে ৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।

১০:২৬
কেশপুরে বিজেপি হাজার খানেক ভোটে এগিয়ে।

১০:২৪
যাদবপুরে সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে তৃণমূলের দেবব্রত।

১০:২২
ডোমজুড়ের তৃণমূল প্রার্থী কল্যান ঘোষ তৃতীয় রাউন্ড শেষে ৩৭১৮ ভোটে এগিয়ে বিজেপির রাজীব বন্দ্যোপাধ্যায়ের থেকে।

১০:২২
কাকদ্বীপে তৃতীয় রাউন্ডের শেষে ৪৭৩০ এগিয়ে তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা।

১০:২১
আসানসোল উত্তরে পিছিয়ে তৃণমূল প্রার্থী মলয় ঘটক।

১০:১৯
জোড়াসাঁকোয় বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত এগিয়ে।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.