সপ্তাহের প্রথম দিন শাসক থেকে বিরোধী প্রচারে ঝড় তুলতে প্রস্তুত সকলেই
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাজ্যে এবার ভোট আট দফায়। ইতিমধ্যেই দুই দফার নির্বাচন শেষ হয়েছে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার নির্বাচন। তৃতীয় দফায় ৬ এপ্রিল রাজ্যের ৩১টি আসনে ভোট হবে। চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল। আগামী ২রা মে পশ্চিমবঙ্গ সহ বাকি পাঁচ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণা হবে।
আজ সপ্তাহের প্রথম দিন জমজমাট নির্বাচনী প্রচার। শাসক-বিরোধী প্রচারের ঝড় তুলতে প্রস্তুত আজ সকলেই।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ সোমবার একাধিক নির্বাচনী জনসভা রয়েছে। আজ হুগলিতে একগুচ্ছ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। চুঁচুড়া, চণ্ডীতলা ও উত্তরপাড়া, কোন্নগরের সভা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আজ প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। ভাঙড়ে তৃণমূল প্রার্থী রেজাউল করিমের সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ তৃণমূলের হয়ে প্রচার শুরু করছেন জয়া বচ্চন। তার আগে তৃণমূল ভবনে সাংবাদিক সন্মেলন করবেন তিনি। আজ টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে প্রচারে নামছেন অমিতাভ জায়া।
সোমবার হুগলির চুঁচুড়া ও শ্রীরামপুরে জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দলীয় প্রার্থীদের সমর্থনে হুগলিতে সভা সেরে কলকাতায় উড়ে যাবেন নাড্ডা। টালিগঞ্জ ট্রামডিপো থেকে গড়িয়া মোড় পর্যন্ত রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।