কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ জল্পনা চলছিল গত একমাস ধরে। শেষপর্যন্ত সত্যি হল জল্পনা। আজই বিজেপিতে যোগ দিচ্ছেন দীনেশ ত্রিবেদী। দিল্লিতে বিজেপি সদর কার্যালয়ে গেরুয়া শিবিরে নাম লেখাবেন তিনি জানা যাচ্ছে এমনটাই। শুধু তাই নয় আগামীকাল কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিগ্রেডের জনসভাতেও এই বর্ষীয়ান রাজনীতিবিদের উপস্থিত থাকার সম্ভাবনা উজ্জ্বল বলেই জানা যাচ্ছে।
বিধানসভা ভোটের মুখে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে ১২ ফেব্রুয়ারি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী। ‘দম বন্ধ হয়ে আসছে। আমি কিছুই করতে পারছি না। তাই আমি আমার মনের কথা শুনেছি’। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর এমনই বলেছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। দীনেশ ত্রিবেদী তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন শুনেই তাঁকে আগাম বিজেপিতে স্বাগত জানিয়েই রেখেছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।