বুধবার সকালে তীব্র ভূকম্পে কেঁপে উঠল উত্তর -পূর্ব ভারত
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ বুধবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর- পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৪। কম্পন ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গেও।।
এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে অসম বা পশ্চিমবঙ্গে কোনও আহত বা মৃতের খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, সোনিতপুর জেলায় হয়েছে ভূমিকম্প। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৭ কিলোমিটার। সকাল ৭টা ৫১ মিনিচ নাগাদ কম্পন অনুভূত হয়।
ক্রমশ তা গোটা উত্তর-পূর্ব ভারতে ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের ধাক্কা লেগেছে প্রতিবেশি বাংলাদেশেও। ঢাকা সহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। আন্তর্জাতিক ভূমিকম্প পরিমাপ কেন্দ্র জানিয়েছে রিখটার স্কেলে এই কম্পনের এপি সেন্টার অসম। কম্পন ৬.২ মাত্রার । মায়ানমার ও চিনে এই কম্পন অনুভূত হয়েছে।