কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আগামী ২৭ শে মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার আগেই আজ মঙ্গলবার রাজ্যে পা রাখল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
মঙ্গলবার সকাল ১১.২০ নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তারা। । মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দুপুর বারোটা নাগাদ বৈঠকের পর বেলা তিনটে নাগাদ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ ও উত্তর-দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার, জেলাশাসক ও অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছ কমিশনের।
বাংলায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোটা চ্যালেঞ্জ কমিশনের কাছে। আর সেই লক্ষ্যেই এবার ঝাঁপিয়ে পড়েছে নির্বাচন কমিশন। ভোটের আগে একাধিকবার বাংলায় ঘুরে গিয়েছেন কমিশনের আধিকারিকরা। ফের ভোটের মুখে বাংলায় কমিশনের ফুলবেঞ্চ। যা ভোটের আগে রীতিমত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
২৩শে মার্চ মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। তবে দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে এবার পা রাখবে কমিশনের ফুল বেঞ্চ। উত্তরবঙ্গের জেলা প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করবেন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা। দক্ষিণবঙ্গের জেলাগুলির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও ভিডিও কনফারেন্স করবেন কমিশনের ফুল বেঞ্চ।