কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আজ ৮ই মার্চ, আন্তর্জাতিক নারীদিবসের দিন কলকাতার রাজপথে পদযাত্রায় সামিল হবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজপথ থেকে গ্যাস ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে নিশানা করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে আয়োজিত এই মিছিলের পুরোভাগে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। কলেজ স্কোয়ার থেকে শুরু হবে পদযাত্রা। শেষ হবে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গিয়ে। উল্লেখ্য গতকাল রবিবার মোদীর বিগ্রেডের সভার দিনই উত্তরে শিলিগুড়িতে পদযাত্রায় সামিল হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেও তিনি কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন।
কেন্দ্রের তরফে বারেবারে বঙ্গে ভোট প্রচারে এসে মহিলাদের নিরাপত্তা নেই বলে সরব হয়েছেন বিজেপির একাধিক নেতারা। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য , নুসরত সহ তৃণমূল কংগ্রেসের অন্য নেত্রীরা বলছেন, নিরাপদে রয়েছেন পশ্চিমবঙ্গের মহিলারা।
শাসক দল তৃণমূল রাজ্যে মহিলাদের জন্য কি কি করেছে কন্যাশ্রী, রূপশ্রীর মত আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত প্রকল্পের পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ডও পরিবারের মহিলাদের নামে করা হচ্ছে সেকথাও মনে করিয়ে দিচ্ছেন জোড়াফুল শিবিরের নেতৃত্ব। (ফাইল ছবি)