[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রবিবার দোলের দিন দিনভর কর্মসূচি নিয়ে নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন দুপুর রবিবার দুপুর দেড়টা নাগাদ মমতা প্রথমে নন্দীগ্রামের পাশের কেন্দ্র চণ্ডীপুরের বিবেকানন্দ ফুটবল মাঠে জনসভা করবেন। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তীর সমর্থনে।
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন নন্দীগ্রামে। বিকেল চারটে নাগাদ নন্দীগ্রামের রেয়াপাড়ায় আসবেন তৃণমূল নেত্রী। এই রেয়াপাড়া যেখানে তিনি পায়ে চোট পান। রেয়াপাড়ায় দোলমেলায় যাবেন মমতা।দোল মেলা থেকে মুখ্যমন্ত্রী বিরুলিয়া বাজারে বিকেল সাড়ে চারটেয় একটি জনসভা করবেন বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে চোট পাওয়ার ঠিক ১৮ দিন পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে আসছেন।
উল্লেখ্য মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের এই রেয়াপাড়ায় পায়ে গুরুতর আঘাত পান তিনি। গ্রীণ করিডর করে কলকাতায় আনা হয়। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রাজ্যে দ্বিতীয় দফায় আগামী ১ এপ্রিল ভোট রয়েছে নন্দীগ্রামে।২০২১ এর সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে।