কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ২১ শে এর রাজ্য বিধানসভা নির্বাচনে এবার সবচেয়ে চর্চিত আসন অবশ্যই নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর একদা তুরুপের তাস এবং বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীর মেগা ডুয়েল দেখতে মুখিয়ে আছেন রাজনৈতিক নেতৃত্ব থেকে আম জনতা।
আজ বুধবার নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়ন জমা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারে তিনি এসে পৌঁছেছেন নন্দীগ্রাম।কর্মীসভায় অংশ নিয়ে নাম না করে বিঁধেছেন শুভেন্দুকে।
বুধবার বেলা ১২টায় নন্দীগ্রাম শিবমন্দিরে পুজো দেবেন মমতা। তারপর দুপুর ২ টোয় তৃণমূল সুপ্রিমো হলদিয়ায় নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন। রোড শো করবেন। পুরীর মন্দিরের দৈতাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সময় নির্ধারণ করে দিয়েছেন।
পুরীর মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আজ অখণ্ডদীপ পুজো দেওয়া হবে। অখণ্ডদীপ পুজো সম্পন্ন করলে সব গ্রহ তুষ্ট হয়। তারপর কোনও কাজে নামলে জয় নিশ্চিত বলেই মনে করা হয়।
উল্লেখ্য মঙ্গলবার কর্মীসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “এখানের ভোট পয়লা এপ্রিল। বিজেপিকে এপ্রিল ফুল করে দিন।” তৃণমূল সুপ্রিমো আরও বলেছেন, “খেলা হবে, দেখা হবে, জেতা হবে। কী হবে তো?” তখন উপস্থিত জনতার পক্ষ থেকে তীব্রস্বরে আওয়াজ এসেছে, “হ্যাঁ”। (ফাইল ছবি)