কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আজ রাজ্য রাজনীতিতে মেগা শো। দক্ষিণবঙ্গে মোদী, উত্তরবঙ্গে মমতা। ২১ শে এর রাজ্য বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। বিগত দু’মাস ধরেই বারংবার রাজ্যে এসেছেন মোদী থেকে শাহর মত বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজ্যে প্রথম দফা নির্বাচন ২৭ শে মার্চ তার আগেই আজ বিগ্রেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। রাজ্য বিজেপি নেতৃত্ব দাবি করেছেন প্রায় ১২ লাখ মানুষ আসবেন আজকের বিগ্রেডে। অচল হবে কলকাতা।
দক্ষিণবঙ্গে যখন মোদী বিগ্রেডে জনসভা করবেন তখন উত্তরবঙ্গে গ্যাস ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পদযাত্রায় সামিল হবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ২০১৬ সাল থেকে আর উত্তরবঙ্গের রাজধানীতে তৃণমূলের শক্তি নেই। সর্বশেষ গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আসনগুলি হাতছাড়া হয় তৃণমূলের। বিজেপির উত্থান হয়। সেদিক থেকে দেখতে গেলে ২১ শে এর বিধানসভা নির্বাচন উত্তরের ক্ষেত্রে তৃণমূলের জন্য আ্যাসিড টেস্ট।
দার্জিলিং জেলা তৃণমূল সূত্রে খবর, শিলিগুড়ির মহামিছিলে যোগ দিতে উত্তরবঙ্গের হেভিওয়েট মন্ত্রী, নেতারা থাকবেন। ব্যবধান ঘুচিয়ে দুই হেভিওয়েট নেতা ও মন্ত্রী গৌতম দেব এবং রবীন্দ্রনাথ ঘোষ কি পাশাপাশি হাঁটবেন? উত্তরবঙ্গে তৃণমূলের হারানো জমি ফিরে পাওয়ার পিছনে এটাও একটা বড় ফ্যাক্টর বলে মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল।