কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ সকাল সাতটা থেকে রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রথম দফার ভোট গ্রহণ। ভোটারদের স্বতঃস্ফূর্ত লাইনও ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে চোখে পড়ছে।
ভোট গ্রহণ হচ্ছে ৫ জেলার ৩০টি বিধানসভা কেন্দ্রে। সকালেই ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোট দানের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন বাংলাদেশে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকেই বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন বাংলার ভোটে সকল ভোটারদের নির্ভয়ে ভোট দান করুন।
ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রদানের আবেদন জানিয়ে বাংলায় টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।