34 C
Kolkata
34 C
Kolkata
রবিবার, মার্চ 26, 2023

সকাল আটটা থেকে শুরু হল ভোট গণনা, আজ প্রতিফলিত হবে ২৯২ টি আসনের জনাদেশ

সকাল আটটা থেকে শুরু হল ভোট গণনা, আজ প্রতিফলিত হবে ২৯২ টি আসনের জনাদেশ

কলকাতামিডিয়া ওয়েবডেস্কঃ সকাল আটটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। পশ্চিমবঙ্গের ২৯২টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের ভাগ্যনির্ধারণের পরীক্ষা আজ। জানা যাবে জনতার রায়। করোনা বিধি মেনে শুরু হয়েছে ভোটগণনা। রাজ্যে গণনা কেন্দ্রের সংখ্যা ১০৮টি। গণনা কেন্দ্রের বাইরে রয়েছে ত্রিস্তরীয় ব্যবস্থা। নিরাপত্তায় মোতায়েন ২৪২ বাহিনীর প্রথমে ব্যালট ও পরে ইভিএম গণনা শুরু হবে।

আজ রবিবার, ২ মে রাজ্যের ২৩ জেলার ২৯২টি কেন্দ্রের ভোট গণনা হতে চলেছে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবার মোট ১০৮টি গণনা কেন্দ্র করা হয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে যা ছিল ৯০টি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের কথা ভেবেই অন্য বারের তুলনায় এবার গণনাকেন্দ্র বাড়ানো হয়েছে । যেমন কলকাতার ১১ আসনের ভোটগণনার জন্য গণনাকেন্দ্র ৬টি। এর মধ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো ও শ্যামপুকুর আসনের গণনা হবে।

কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ, প্রত্যেকটি আসনের জন্য আলাদা আলাদা করে গণনাকেন্দ্র করা হয়েছে। আবার মানিকতলা ও কাশিপুর-বেলগাছিয়ার ভোটগণনা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অর্থাৎ একটি গণনাকেন্দ্রে এক বা একাধিক বিধানসভা আসনের গণনাও হবে।

একই রকম ভাবে জলপাইগুড়ির ৭টি আসনের জন্য ২টি, দক্ষিণ ২৪ পরগনার ৩১ আসনের জন্য ১৪টি, হাওড়ার ১৬ আসনের জন্য ১২টি, হুগলির ১৮ আসনের জন্য ৭টি, পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের জন্য ৫টি, পশ্চিম মেদিনীপুরের ১৫টি আসনের জন্য ৪টি, পূর্ব বর্ধমানের ১৬টি আসনের জন্য ১১টি, পশ্চিম বর্ধমানের ৯টি আসনের জন্য ২টি, পুরুলিয়ার ৯টি আসনের জন্য ৩টি গণনাকেন্দ্র করা হয়েছে।

গ্রহণের জন্য যেমন নিরাপত্তার ব্যবস্থা করা হয়, তেমনই ভোট গণনার জন্যও থাকে কড়া নিরাপত্তা। ১০৮টি গণনাকেন্দ্রের জন্য মোট ২৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কমিশনের তরফে।

 

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.