33 C
Kolkata
33 C
Kolkata
বৃহস্পতিবার, মার্চ 30, 2023

আজ রাজ্যে তৃতীয় দফায় তিন জেলায়, ৩১ টি আসনে ভোটগ্রহণ, মোতায়েন করা হয়েছে ৮৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আজ রাজ্যে তৃতীয় দফায় তিন জেলায়, ৩১ টি আসনে ভোটগ্রহণ, মোতায়েন করা হয়েছে ৮৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

 

কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে তৃতীয় দফার নির্বাচন। এই তৃতীয় দফায় হাওড়া, হুগলী এবং দক্ষিণ ২৪ জেলার মোট ৩১ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোতায়েন করা হয়েছে মোট ৮৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় নির্বাচনে ভোটগ্রহণ হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩১টি কেন্দ্রে। দক্ষিণ ২৪ পরিগনার বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর। হুগলির খানাকুল, জাঙ্গিপাড়া, গোঘাট, হরিপাল, আরামবাগ, ধনেখালি, পুরশুড়া, তারকেশ্বরে হবে ভোটগ্রহণ। হাওড়ায় ভোটগ্রহণ হবে উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, শ্যামপুর, আমতা।

মোট ৮৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে সমস্ত ভোট কেন্দ্র মিলিয়ে। তার মধ্যে ৬১৮ কোম্পানি বুথের নজরদারিতে মোতায়েন করা হবে। বাকি বাহিনীকে এরিয়া ডোমিনেশনের কাজে ব্যবহার করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, অশান্তি এড়াতে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনাতেই থাকছে ৩০৭ কোম্পানি। এর মধ্যে বারুইপুর পুলিশ জেলায় ১৩০ কোম্পানি, ডায়মন্ডহারবার পুলিশ জেলায় ১১৩ কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় ৬৪ কোম্পানি। হাওড়তেও ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। তার মধ্যে ১৩২ কোম্পানি থাকছে হাওড়া গ্রামীণে ও হাওড়া কমিশনারেটে থাকছে ১১ কোম্পানি। হুগলি গ্রামীণে থাকছে ১৬৭ কোম্পানি বাহিনী

 

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.