27 C
Kolkata
27 C
Kolkata
শনিবার, মার্চ 25, 2023

ত্বকের যত্নের ক্ষেত্রে ভালো ফল পেতে ব্যবহার করুন আমলকী

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

আমাদের সমস্ত রকমের সৌন্দর্যজনিত সমস্যার সমাধান রয়েছে আমলকীর কাছে । তাই একে পুষ্টির শক্তিঘর বলা হয় ।এটি আ্যন্টিঅক্সিডেন্টের একটি চমৎকার উৎস । এর মধ্যে ভিটামিন সি ওবি কমপ্লেক্স সমৃদ্ধ উৎস রয়েছে ।আমলকী ত্বকের অসংখ্য উপকার করে থাকে ।

আমলকীকে ফেসমাস্ক , স্ক্রাব হিসেবেও ব্যবহার করা যায় ।এটি ব্রণ , রোদে পোড়া ভাব ও অন্যান্য ত্বকের সমস্যা দারুণ কাজ দেয় ।নিয়মিত আমলকী খেলে রক্ত পরিশুদ্ধ হয় , কোলাজেন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় এবং ত্বক তরতাজা থাকে ।

দুই টেবিলচামচ আমলকীর রসের সাথে দুই টেবিলচামচ পেঁপের রস ভালো করে মিশিয়ে নিন ।এরপর তুলো দিয়ে সারা মুখে লাগিয়ে নিন । ১৫ মিনিট অপেক্ষা করুন ।তারপর ঠান্ডাজলে মুখ ধুয়ে নিন । টানা দুসপ্তাহ ব্যবহার করলে এর উপকার পাবেন ।

আমলকী ,মধু ও দইয়ের প্যাক ত্বকের ট্যান কমাতে সাহায্য করে ।দই ত্বককে মসৃণ করতে এবং মধু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে । দুই টেবিলচামচ আমলকীর গুঁড়োর সঙ্গে এক টেবিলচামচ দই ও এক চা চামচ মধু মিশিয়ে নিন ।এবার এটি ভালো করে মুখে লাগান । ২০ মিনিট অপেক্ষা করুন ।তারপর ঠান্ডাজলে মুখ ধুয়ে নিন । এরপর কোন ময়েশ্চারাইজার লাগাতে পারেন ।এভাবেই আমলকী ব্যবহার করে আমরা ত্বকের অনেক সমস্যার সমাধান করতে পারি ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.