করোনা আক্রান্ত জিৎ- শুভশ্রী
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ এবার করোনার থাবা টলিপাড়ায়। করোনা আক্রান্ত টলি অভিনেতা জিৎ। নিজের অসুস্থতার কথা তিনি ট্যুইট করে জানালেন। বিগত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছে তাদের সাবধানে থাকার নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি তাদের করোনা পরীক্ষা করার কথাও জানিয়েছেন। তবে তার অগণিত অনুরাগীরা এই খবর পেয়ে যথেষ্ট উদ্বিগ্ন। পাশাপাশি করোনা আক্রান্ত হলেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
তাই জিৎ এবং শুভশ্রী দুজনেই এখন হোম আইসোলেশনে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনি তার করোনা পজিটিভের খবর জানান।
তিনি আরও জানান তার ৭ মাসের ছেলে সম্পূর্ণ সুস্থ রয়েছে। সমস্ত করোনা বিধি মেনে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে আপাতত ঘরবন্দী আছেন তিনি।