নুসরাত এর সন্তান কবে জন্ম নেবে?
এই মাসেই নাকি সন্তানের জন্ম দেবেন নুসরত জাহান, বেশ অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে আনাচে কানাচে। এদিকে নিখিল এর সঙ্গে ডিভোর্সএর মামলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইনজীবী বদলে ফেললেও হবু সন্তানের বাবার নাম এখনো জানাননি নুসরাত। ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কৈফিয়ৎ দেওয়ার প্রয়োজন মনে করেন না তিনি।
এখনো ট্রোল এর শিকার হয়ে চলেছেন তিনি। কিন্তু সময় এর সাথে সাথে অনেককেই পাশে পেয়েছেন তিনি। এই তালিকায় অন্যতম নাম অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই দুই অভিনেত্রীর বন্ধুত্ব সম্পর্ক টলিউডে কারোর অজানা নয়। একে অপরকে আদর করে ‘বোনুয়া’ বলে ডাকেন তাঁরা। কিন্তু নিখিলের সঙ্গে নুসরতের ‘বিয়ে’ ভাঙার খবর আসার পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল।
সন্তানসম্ভবা নুসরতের পাশে নতুন বন্ধু হিসেবে দেখা গিয়েছিল শ্রাবন্তী ও তনুশ্রীর। কিন্তু দেখা পাওয়া যায়নি মিমি। এতেই নেটিজেনদের সন্দেহ হয়েছিল, দুই বন্ধুর মধ্যে হয়তো দূরত্ব তৈরি হয়েছে ।তবে সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে মিমি দেখিয়ে দিয়েছেন নুসরতের সঙ্গে তাঁর বন্ধুত্বে কোনো ভাঙন ধরেনি। নুসরতের শেয়ার করা একটি ছবিটে কমেন্ট করে মিমি লিখেছেন, নুসরত গ্লো করছেন। অন্তঃসত্ত্বাকালীন গ্লো উপচে পড়ছে তাঁর।
এর আগে নিখিল জানিয়েছিলেন সেপ্টেম্বরে নুসরতের ডেলিভারি ডেট আছে। কিন্তু সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী এই মাসের শেষেই সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী।