টলিউড অভিনেত্রী স্বস্তিকা দত্ত এর ক্রাশ কে?
শোভন গঙ্গোপাধ্যায় নয়, ৪ বছর পর নিজের ক্রাশকে দেখে লজ্জায় লাল হয়ে গেলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।
দীর্ঘ চার বছর পর দেখা ক্রাশের সাথে। নিজের ক্রাশকে এত কাছ থেকে দেখে লজ্জায় পড়লেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।
অভিনেত্রীর মনের মানুষ অবশ্য গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। কিন্তু তার ক্রাশ রয়েছে! এমনই জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা। নিজের মুখেই সোশ্যাল মিডিয়া মাধ্যমে সেই কথা স্বীকার করে নিয়েছেন তিনি। লিখেছেন দীর্ঘ চার বছর পর মুখোমুখি হয়েছেন তারা, নিজের ক্রাশ কে মুখোমুখি দেখার পরে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তবে তিনি কে?
কিছু দিন আগে সোশ্যাল মাধ্যমের একাউন্টে স্বস্তিকা দত্ত একটি ছবি নিজের ফ্যান দের উদ্দেশ্যে ভাগ করে নিয়েছেন।
যেখানে দেখা যাচ্ছে স্বস্তিকা এবং বিক্রম চট্টোপাধ্যায় রয়েছেন ডান্স বাংলা ডান্সের স্টেজে। ছবিটির ক্যাপশনে লিখেছেন,”একদম চার বছর পরেই আমার সঙ্গে তার দেখা, মুখের লাল ভাবটা আপনারা দেখতে পাচ্ছেন তাকে বলে ব্লাশিং। কি সুন্দর ভদ্র ও নরম ভাবে কথা বলে সে।”অভিনেত্রীর পোস্ট করা এই ছবি থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে তার ক্রাশ আর অন্য কেউ না, জি বাংলা ডান্স বাংলা ডান্সের সঞ্চালক বিক্রম চট্টোপাধ্যায়।
স্বস্তিকা একটি ইন্টারভিউ তে জানিয়েছেন, ডান্স বাংলা ডান্স এর একটি স্পেশাল এপিসোড এ যোগ দিয়েছেন অভিনেত্রী।
জিৎ এবং শুভশ্রী গাঙ্গুলী অভিনীত একটি টিমের সঙ্গে নাচতে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা দত্ত কে। পাশাপাশি অভিনেত্রী একথা জানিয়েছেন,‘‘সবাই বিক্রমকে আমার ‘ক্রাশ’ বানিয়ে মাথা খারাপ করে দিচ্ছেন।
এমন অবস্থা যে, নাম টাও মুখে উচ্চারণ করতে পারছি না। অস্বস্তি করছে!’’