টলিউডে এখনই বন্ধ নয় শুটিং, জানালেন ফেডারেশনের সেক্রেটারি অপর্ণা ঘটক
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। চারিদিকে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। দেশে সংক্রমণের হার ৩ লক্ষেরও বেশি। রাজ্যে৷ শুরু হয়েছে আংশিক লক ডাউন।
এদিকে সংক্রমণের থাবা পড়েছে টলি পাড়ায়ও। ইতিমধ্যে টলিউডের একাধিক অভিনেতা, অভিনেত্রী করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে কি শুটিং চলবে? এই প্রশ্নই বারবার ভাবাচ্ছে ছোট বড় পর্দার শিল্পীদের। তবে ফেডারেশনের সেক্রেটারি অপর্ণা ঘটক স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখনই বন্ধ হচ্ছে না শুটিং। আর এই কথা শুনে শুটিং ফ্লোরে খুব সতর্কতার সঙ্গে মানা হচ্ছে কোভিড বিধি।
তিনি জানান, সরকারি নির্দেশ না আসা পর্যন্ত কোনোভাবেই শুটিং বন্ধ করা হবে না। এমনকি ফ্লোরে কোভিড টেস্টের ব্যবস্থা রাখার কথাও তিনি জানিয়েছেন। তবে এই আচমকা আংশিক লক ডাইনের ফলে শুটিং চালানো কতটা সম্ভব হবে তা নিয়ে চিন্তিত ফেডারেশন।