27 C
Kolkata
27 C
Kolkata
শনিবার, মার্চ 25, 2023

রাত পোহালেই রাজ্যে প্রথম দফার নির্বাচন, ভোটগ্রহণ হবে মোট ৩০ টি আসনে

 

কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাত পোহালেই আগামীকাল ২৭ শে মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় মোট ৩০ টি আসনে ভোটগ্রহণ হবে। আদর্শ আচরণ বিধি মেনে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শেষ হয়েছে ভোটপ্রচার।

একনজরে দেখে নেওয়া যাক প্রথম দফার মোট ৩০টি আসন।

প্রথম দফা: ২৭ মার্চ মোট আসন- ৩০

যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে: পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি (এসসি), কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, দাঁতন, নয়াগ্রাম (এসটি), গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়ারী (এসটি), খড়গপুর, গড়বেতা, শালবনী, মেদিনীপুর, বিনপুর (এসটি), বান্দোয়ান (এসটি),বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার (এসটি), কাশীপুর, পারা (এসসি), রঘুনাথপুর (এসসি), শালতোড়া (এসসি), ছাতনা, রানিবাঁধ (এসটি), রাইপুর (এসটি)

২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচন অনেকবেশি তাৎপর্যপূর্ণ এবং রাজনৈতিক ঘটনাবহুল হয়ে উঠেছে। একের পর হেভিওয়েট তৃণমূল নেতা, মন্ত্রীরা বিজেপি তে যোগ দিয়েছেন। শুভেন্দুর হাত ধরে অধিকারী পরিবারে পদ্ম ফুটেছে। শেষ পর্যন্ত শিশির অধিকারীও গেরুয়া খাতায় নাম তুলেছেন।

এবার দেখা যাক প্রথম দফায় যে ৩০টি বিধানসভা আসনের মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের আদিবাসি অধ্যুষিত এলাকা ও জঙ্গলমহল। এক সময় এই সব এলাকা বাম দুর্গ বলে পরিচিত ছিল। তবে ২০২১-এর নির্বাচনের আগে এই সব জায়গায় প্রচারে খামতি রাখেনি কোনও দলই। বিজেপির হয়ে এই জেলাগুলিতে প্রচার করতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতো হেভিওয়েট নেতারা। বাংলায় “আসল পরিবর্তন” করে বাংলাকে “সোনার বাংলা” করার আওয়াজ তুলেছেন তাঁরা। প্রাধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি বিজেপির হয়ে প্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, স্মৃতি ইরানিরাও ।

নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর প্লাস্টার করা পা নিয়েই প্রচারে ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেনজির আক্রমণ করেছেন মোদী- শাহদের। পাল্টা বিজেপি শীর্ষ নেতৃত্বও রাজ্যের উন্নয়ন থেকে কাটমানি একাধিক ইস্যুতে সরব হয়েছেন। এখন দেখার বিষয় একটাই মোদী না মমতা কার ওপর আস্থা রাখে রাখেন পশ্চিমবঙ্গের মানুষ। তারজন্য অপেক্ষা আগামী ২ রা মে পর্যন্ত।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.