রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন, একনজরে নন্দীগ্রামের মহারণ
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আগামী কাল পয়লা এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। মোট চারটি জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে মাথাব্যাথা রয়েছে। তাই সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনেই হবে ভোটগ্রহণ।
তবে সবকিছু ছাপিয়ে গিয়েছে নন্দীগ্রাম আসনের রাজনৈতিক উত্তাপ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একদা তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাত তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর লড়াই। রয়েছেন সংযুক্ত মোর্চার প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায়।
নন্দীগ্রাম আসন বিজেপি এবং তৃণমূল উভয়ের কাছেই প্রেস্টিজ ফাইট। শুভেন্দুর সমর্থনে শেষ দিনের প্রচারে অংশ নিয়েছেন খোদ অমিত শাহ।
নন্দীগ্রাম আসনে মনোনয়ন দাখিল করার দিনই পায়ে গুরুতর আঘাত পান তৃণমূল নেত্রী। গ্রীণ করিডর করে কলকাতা এনে এসএসকেএম হাসপাতালে চলে চিকিৎসা। এরপর প্লাস্টার করা পা নিয়েই প্রচারে ঝড় তোলেন তিনি।
এবার এক নজরে দেখে নেওয়া যাক নন্দীগ্রাম বিধানসভা আসনে আগামীকালের সার্বিক প্রস্তুতি।
নিরাপত্তা সুরক্ষিত করতে নির্বাচন কমিশন ২২ কোম্পানি সেনা জওয়ান মোতায়েন করেছে। প্রতি কোম্পানিতে ৭১ থেকে ৭২ জন করে মোট ১৬০০ জন জওয়ান থাকবে। এ ছাড়াও থাকবে রাজ্য পুলিশ। সোমবার পর্যন্ত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ২১ কোম্পানি সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে নন্দীগ্রাম ৭৫% বুথে ওয়েবকাস্টিংয়ের নিয়ন্ত্রণে থাকছে। ফলে ৩৫৫টি বুথের মধ্যে ২৬৭টি বুথে লাগানো থাকছে ক্যামেরা। এই ক্যামেরায় যে ভিডিও উঠবে সেটা সরাসরি নির্বাচন কমিশন দেখতে পাবে। প্রতিটি বুথে থাকছে একজন করে মাইক্রো অবজার্ভার। বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার অর্থাৎ নন্দীগ্রামের নির্বাচন শেষ হওয়ার পরের দিন সন্ধ্যা সাতটা পর্যন্ত ওয়েবক্যামের নেটওয়ার্ক থাকবে।