রাত পোহালেই ৪টি জেলায় ৩০ টি আসনে দ্বিতীয় দফার নির্বাচন, মোতায়েন ৬৯৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রামে
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাত পোহালেই রাজ্যে ৪টি জেলার ৩০টি আসনে দ্বিতীয় দফার নির্বাচন। তবে সবচেয়ে নজরকাড়া কেন্দ্র অবশ্যই নন্দীগ্রাম। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধুনা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ভোট যুদ্ধ। শুভেন্দুর সমর্থনে শেষবেলার প্রচারে ঝড় তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও স্বমেজাজে প্রচার করেছেন।
একনজরে দেখে নেওয়া আগামীকাল কোন কোন আসনে ভোটগ্রহণ
বাঁকুড়ার ৮ টি কেন্দ্রে, পূর্ব মেদিনীপুরের ৯ টি কেন্দ্রে, ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোটগ্রহণ করা হবে। এই সমস্ত জেলার ভোটের মধ্যে নিঃসন্দেহে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভোটের ডুয়েল বড় আকার নিতে শুরু করে দিয়েছে। হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রামে।
গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর,খড়গপুর সদর, নারায়ণগড় সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল , চন্দ্রকোনা, কেশপুরে ভোট হবে ১ এপ্রিল। বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না,নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর।
আগামী ১ এপ্রিল মোট ৪টি জেলার ৩০টি আসনে হবে নির্বাচন। পূর্ব মেদিনীপুর- ৯ আসনের জন্য ১৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। পশ্চিম মেদিনীপুরের ৯টি আসনের জন্য থাকবেন ১৯৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়ার ৮ আসনের জন্য বরাদ্দ ১৬১ কোম্পানি সেন্ট্রাল ফোর্স।
দক্ষিণ ২৪ পরগনায় ৪ টি আসনে ভোট হবে। বারুইপুর পুলিস জেলায় থাকবে ২১ কোম্পানি বাহিনী, সুন্দরবন পুলিস জেলার জন্য ৬৮ কোম্পানি কেন্দ্রী বাহিনী। সবমিলিয়ে দক্ষিণ ২৪ পরগনায় মোট সেন্ট্রাল ৮৯কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।
মোট ৬৯৭ কোম্পানির মধ্যে বাকি ৬১ কোম্পানি ভাগ করা হবে সিকিউরিটি কভার পোস্টাল ব্যালট টিমে ৪৯ কোম্পানি। স্ট্রং রুমের নিরাপত্তার জন্য ৭ কোম্পানি। মনিটরিং ফর পোস্ট পোলের জন্য ৫ কোম্পানি।