27 C
Kolkata
27 C
Kolkata
রবিবার, মার্চ 26, 2023

রাত পোহালেই ভোট ষষ্ঠী, চার জেলার ৪৩ আসনে ভোট

 

 

রাত পোহালেই ভোট ষষ্ঠী, চার জেলার ৪৩ আসনে ভোট

কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। এই রাজ্যেও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ জনক। তারমধ্যে রাত পোহালেই ষষ্ঠ দফার নির্বাচন। চার জেলার ৪৩ আসনে ভোটগ্রহণ হবে।

 

২২ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন হতে চলেছে। করোনার প্রবল সংক্রমণের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার নির্বাচন হতে চলেছে এবার । বৃহস্পতিবার চারটি জেলার ৪৩টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন। এর পর সপ্তম ও অষ্টম দফার নির্বাচন হবে যথাক্রমে ২৬ ও ২৯ এপ্রিল।

 

ষষ্ঠ দফায় পূর্ব বর্ধমানের ৮টি বিধানসভা, উত্তর ২৪ পরগনার ১৭টি বিধানসভা, উত্তর দিনাজপুরের ৯টি বিধানসভা, এবং নদিয়ার ৯টি বিধানসভায় নির্বাচন হবে । জেলাওয়ারি প্রার্থী রয়েছেন উত্তর দিনাজপুরের ৭২ জন, উত্তর ২৪ পরগনায় ১২৬ জন, পূর্ব বর্ধমান ৪৩ জন, নদীয়া জেলায় ৬৫ জন। এই চারটি জেলায় মোট ৩০৬ জন প্রার্থী ষষ্ঠ দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ষষ্ঠ দফায় পোলিং বুথের সংখ্যা ১০, ৮৯৭টি। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। করোনা বিধি মেনেই নির্বাচন প্রক্রিয়া প্রতিটি বুথে চলবে বলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।

২২ এপ্রিল যে ৪৩টি বিধানসভা আসনে নির্বাচন হবে সেই বিধানসভা কেন্দ্রগুলি হল

চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ (এসসি), কালিয়াগঞ্জ (এসসি), রায়গঞ্জ, ইটাহার, করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, বাগদা (এসসি), বনগাঁ উত্তর (এসসি), বনগাঁ দক্ষিণ (এসসি), গাইঘাটা (এসসি), স্বরূপনগর (এসসি), বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, বারাকপুর, খড়দহ, দমদম উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম (এসসি), গলসি (এসসি)।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.