লাগামহীন সংক্রমণের মাঝেই আগামীকাল সপ্তম দফার নির্বাচন, ৫ জেলার ৩৪ আসনে ভোটগ্রহণ
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ করোনার চরম বাড়বাড়ন্তের মাঝেই আগামীকাল রাজ্যে সপ্তম দফার নির্বাচন। ৫ জেলার ৩৪ টি আসনে আগামীকাল ভোট গ্রহণ করা হবে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে করোনায় আক্রান্ত হয়ে প্রার্থীদের মৃত্যু হওয়ার ফলে ওই আসন দু’টিতে আগামী ১৬ মে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে কমিশন।
এক নজরে দেখে নেওয়া আগামীকাল কোন কোন আসনে ভোটগ্রহণ হতে চলেছে
কলকাতায় যে ৪টি আসনে ভোট হবে-
কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ
দক্ষিণ দিনাজপুর যে ৬টি আসনে ভোট হবে-
কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর
মালদাতে যে ৬টি আসনে ভোট হবে-
হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া
মুর্শিদাবাদে যে ৯টি আসনে ভোট হবে-
ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম
পশ্চিম বর্ধমানে যে ৯টি আসনে ভোট-
পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি।
আগামীকাল যে সমস্ত হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে
ভবানীপুর কেন্দ্রে লড়ছেন বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই কেন্দ্রেই বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ। কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম। রাসবিহারীতে তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার ও বিজেপির প্রার্থী সুব্রত সাহা। বালিগঞ্জে তৃণমূল প্রার্থী সুব্রত মুখার্জি, অন্যদিকে সিপিএম-র প্রার্থী চিকিৎসক ফুয়াদ হালিম।
পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঐশী ঘোষে। পাণ্ডবেশ্বর বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির। দুর্গাপুর পূর্বের সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরী।
আসানসোল উত্তরে তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। আসানসোল দক্ষিণে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। দুই তারকার লড়াই।