মহারণের আগে নন্দীগ্রামের সমস্ত সীমানা বন্ধ করল কমিশন,
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আর মাঝে মাত্র কয়েকঘন্টা, তারপর ভোটের ময়দানে হতে চলেছে এযাবৎ সবচেয়ে আলোচিত এবং চর্চিত দুই প্রার্থীর লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রাম বিধানসভার নির্বাচন নিয়ে কোন রকম আপস করতে রাজি নয় কমিশন। তাই বন্ধ করে দেওয়া হল নন্দীগ্রামের সমস্ত সীমানা। স্থল,জল এবং আকাশ পথে চলছে কড়া নজরদারি। বহিরাগতদের নন্দীগ্রামে প্রবেশ নিয়ে শাসকদল তৃণমূলের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত কমিশনের।
উল্লেখ্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার অভিযোগ করেন বহিরাগতরা প্রবেশ করছে নন্দীগ্রামে। তৃণমূলের প্রতিনিধি দল লিখিত অভিযোগে জানায়, এর আগেও একাধিকবার এই ইস্যুতে তৃণমূলের পক্ষ থেকে কমিশনের কাছে অভিযোগ গিয়েছে। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তৃণমূল তাই বুধবার লিখিত আকারে একটি অভিযোগ জমা দেয়। ভোট গ্রহণের ঠিক ২৪ ঘন্টা আগে এই সিদ্ধান্ত নিল কমিশন।