25 C
Kolkata
25 C
Kolkata
বৃহস্পতিবার, মার্চ 30, 2023

আগামীকাল পঞ্চমদফার নির্বাচন, ৬ টা জেলায় ৪৫ আসনে ভোটগ্রহণ

 

আগামীকাল পঞ্চমদফার নির্বাচন, ৬ টা জেলায় ৪৫ আসনে ভোটগ্রহণ

কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ চতুর্থদফার নির্বাচন হয়েছে রক্তাক্ত। শীতলকুচিতে প্রাণ হারিয়েছেন মোট পাঁচজন। তাই পঞ্চমদফার ভোটে আরও সতর্ক পদক্ষেপ নিচ্ছে কমিশন।আর এই দফার ভোটের জন্য থাকছে মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

রাত পোহালেই শনিবার রাজ্যের পঞ্চম দফার বিধানসভা নির্বাচন। এই পর্বে রাজ্যের ৪৫ কেন্দ্রে ভোট গ্রহণ হতে চলেছে শনিবার। ৬ জেলায় মোট ৪৫টি আসনে হবে ভোট গ্রহন হবে এই দফায়। এর মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার ১৬টি আসন, নদিয়া জেলার ৮টি আসন, পূর্ব বর্ধমান জেলার ৮টি আসন,দার্জিলিং জেলার সবকটি আসন, কালিম্পং জেলার ১টি আসন জলপাইগুড়ি জেলার সবকটি আসনে পঞ্চম দফায় ভোট গ্রহন হবে।

ব্যারাকপুরে ৬১ কোম্পানি, বসিরহাটে ১০৭ কোম্পানি, বিধাননগরে ৪৬ কোম্পানি, দার্জিলিংয়ে ৬৮ কোম্পানি, জলপাইগুড়িতে ১২২ কোম্পানি, কালিম্পংয়ে ২১ কোম্পানি, কৃষ্ণনগরে ১১ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৫৫ কোম্পানি, রানাঘাটে ১৪০ কোম্পানি, শিলিগুড়িতে ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট বুথের সংখ্যা ১৫,৭৮৯।

এই দফায় হেভিওয়েট প্রতিদ্বন্দীরা হলেন —জ্যেতিপ্রিয় মল্লিক, গৌতম দেব, চিরঞ্জিত চক্রবর্তী, মদন মিত্র, ব্রাত্য বসু, রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য, অদিতি মুন্সি, সুজিত বসু, অশোক ভট্টাচার্য, সব্যসাচী চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, পার্নো মিত্র, তাপস রায়, রাজু বন্দ্যোপাধ্যায়।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.